Taray Taray

Taray Taray Lyrics

Song Taray Taray
Artist Maabhoi
Album Taray Taray
Download Image LRC TXT
作词 : Maabhoi
作曲 : Maabhoi
হোক না তোর চোখের পলক স্বপ্নতে সামিল,
মেঘের কোণ ছাড়িয়ে উঠোন আলো অনাবিল
দুহাতের অঞ্জলিতে ঝিনুক শিশুর ডাক,
বিবর্ণ রাত, এখন হঠাৎ, আলোয় ঝিলমিল
থাক না তোর তারায় তারায় নতুন আহ্বান,
বিকেলের লালচে আলোয় বেহিসেবের গান
শহরের খয়েরি হাওয়ায় পরিযায়ীর ঝাঁক,
চোখের তারায়, যায় ভেসে যায় আলোর সাম্পান
তারায় তারায়, দিশা হারায়, খুঁজবে তোকে এ শহর
পার হয়ে বিবর্ণ জল বিবর্ণ প্রান্তর,
খুঁজেছি পথের শেষে শূন্য তেপান্তর
আলেয়ার হাতছানি তোর চোখের তারার নীল,
উজানে খুঁজছি তোকে হিসেবে গরমিল
আয়না তোর দেখছে তোকে নতুন ইশারায়,
আলোর রেশ মুগ্ধ আবেশ ছড়াবে হাওয়ায়
আমারো নৌকো ঠেকে ধূসর বালুচর,
দুকানের দুল, এখন নির্ভুল, ঝিলিক দিয়ে যায়
তারায় তারায়, দিশা হারায়, খুঁজবে তোকে এ শহর
হারানো পাতার ফাঁকে চেনা ফুলের ছাপ,
ফুরানো চৈত্র বিকেল না বলা সংলাপ
সে সবই জমিয়ে রেখে খুঁজছি চুলের ঘ্রান,
আমার এই নয়নতারা স্মৃতি তে ছয়লাপ
সময় তোর চলার তালে মেলাচ্ছে তার তাল,
বিকেলের ব্যস্ততাতে নাগরিক নাকাল
তবু ও সময় আমার থমকে আছে ঠায়,
ফিরে দেখার, অবুঝ একার অনুসন্ধান
তারায় তারায়, দিশা হারায়, খুঁজবে তোকে এ শহর
zuo ci : Maabhoi
zuo qu : Maabhoi
,
,
, ,
,
,
,
, ,
,
,
,
,
, ,
, ,
,
,
,
,
,
, ,
zuò cí : Maabhoi
zuò qǔ : Maabhoi
,
,
, ,
,
,
,
, ,
,
,
,
,
, ,
, ,
,
,
,
,
,
, ,
Taray Taray Lyrics
YouTube Results (More on YouTube)