বলো তো আরশি তুমি মুখটি দেখে, বলো তো আরশি তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি যদিও কবরী আজ বাঁধিনি, তবু বলো তো রূপসী কে তোমার চোখে ? বলো তো আরশি তুমি মুখটি দেখে। আমি নই বিম্ববতী রাজার ঘরে হাসিতে পান্না তো নয় কান্না ঝরে,*2 কেতকী লজ্জা না পায় আমায় দেখে*2 তবু বলো বলো কে রূপসী তোমার চোখে ? বলোতো আরশি তুমি মুখটি দেখে। দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে ভুবনে রূপসী কে সবার চেয়ে ? দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে আমি নই কলস হারা নদীর মতো চরনে ব্যাকুল বকুল ঝরেনা তো,*2 কোকিলা মরেনা তো আমায় ডেকে*2 তবু বলো বলো কে রূপসী তোমার চোখে ? বলো তো আরশি তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি যদিও কবরী আজ বাঁধিনি, তবু বলো তো রূপসী তোমার চোখে ?